চট্টগ্রাম

পতেঙ্গা সৈকতে বসবে সিসি ক্যামরা

পতেঙ্গা সমুদ্র সৈকতের জন্য মাস্টার প্ল্যান করা এবং সৈকতে শৃঙ্খলা ফেরাতে সিসি ক্যামরা স্থাপনসহ ১৬টি সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার বিচ ম্যানেজমেন্ট কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় পতেঙ্গা ও পারকিসহ জেলার সকল সমুদ্র সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যটন উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যাবলী সমন্বয়ে গুরুত্ব আরোপ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত বিষয়ে জানানো হয়।

সিদ্ধান্তের মধ্যে আছে- বিচ সংশ্লিষ্ট এলাকায় পর্যটকদের সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ, সৈকত সংলগ্ন এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা ও সৈকতে স্থায়ী/অস্থায়ী অফিস স্থাপন।

পাশাপাশি সমুদ্র সৈকতের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আগ পর্যন্ত সৈকতের দোকানগুলো ‘সুশৃংখল’ ও পুনর্বাসন করার সিদ্ধান্ত হয় সভায়।

সিদ্ধান্তের মধ্যে আরো আছে- সৈকত এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইউনিফর্মধারী সেবক নিয়োগ, গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা, বিভিন্ন সেবাগুলো জোন ভিত্তিতে ভাগ করা, পতেঙ্গা সমুদ্র সৈকতকে কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে সাজানো, বিচের গেজেটভুক্ত এলাকা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের পূনর্বাসন ও উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সৈকত এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা নেওয়া, পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা, বিদেশি পর্যটকদের জন্য সৈকতে ‘এক্সক্লুসিভ’ জোন নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত টয়লেট, শৌচাগার, চেইঞ্জ রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থাগ্রহণ, সৈকতে ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবাদানকারীদের সংখ্যা নির্দিষ্ট করা, সাময়িক পরিচয়পত্র দেওয়া, সেবা মূল্য নির্ধারণ ও এক্ষেত্রে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করার সিদ্ধান্ত হয় সভায়।

বিচ এলাকায় খাদ্যদ্রব্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়নের বিষয়ে একটি উপ-কমিটি গঠন করা এবং বিচ এলাকায় পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য ট্যুরিস্ট পুলিশের শেড/অফিস নির্মাণের সিদ্ধান্ত হয়।

অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, সিএমপির কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েদ, ৪১নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d