দেশজুড়ে

রেমালের আঘাতে বাগেরহাটে ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত

বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে অন্তত ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫ হাজার ঘরবাড়ি।

সোমবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়েছে। এতে রোববার সন্ধ্যায় পুরো জেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ দুপুর পৌনে ১২টার দিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অধীন বাগেরহাট শহরের একটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে বাগেরহাট শহরের ২০ হাজার গ্রাহকের মধ্যে অধিকাংশ বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, বিভিন্ন এলাকায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গাছ পড়ে অসংখ্য স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। জেলার ৪ লাখ ৮৫ হাজার গ্রাহক গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, জেলায় বেশ কিছু এলাকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d