চট্টগ্রাম

ঈদুল আজহায় মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবস্থা নেয়ার নির্দেশ

ঈদুল আজহায় মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ রবিবার (৯ মে) চট্টগ্রাম জেলায় জুন মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ, সিভিল সার্জন চট্টগ্রাম, অতিরিক্ত পুলিশ সুপার, এনএস আই এর যুগ্ম পরিচালক, বিআরটিএ প্রতিনিধি, কোস্টগার্ড প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি ও জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আসন্ন ইদ উল আযহাকে কেন্দ্র করে মসলার বাজার অস্থিতিশীল হতে পারে এ বিষয়ে বাজার মনিটরিং করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম রেলপথে মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সড়কে যেন উল্টো পথে গাড়ি চলাচল না করে এবং মূল রাস্তা দখল করে সিএনজি না রাখতে পারে সে জন্য বিআরটিএকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d