হাটের বাইরে গরু বিক্রি ‘শেঠ এগ্রো’কে জরিমানা
চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদিত হাটের বাইরে কোরবানি পশুর বাজার বসায় শেঠ এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। অননুমোদিত স্থানে কোরবানির পশু বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুন) নগরের কাজির দেউরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে চসিক। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
এসময় অবৈধ ওই হাট থেকে পশুগুলো সরিয়ে চসিকের নির্ধারিত হাটে নেয়ার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেসময় ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।