আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পিকআপ থেকে ১৭ লাখ টাকা মূল্যের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (১৯) নামে ওই পিকআপের চালককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পিকআপ চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা ও রাঙ্গাদিয়া পুলিশ ফাড়ির এসআই সোলাইমানের নেতৃত্বে গোবাদিয়া সড়কে একটি পিকআপ অভিযান চালানো হয়। এ সময় ওই পিকআপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্তারিত পরে জানানো হবে। আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।