জাতীয়

‘বাংলা ব্লকেডে’ আটকে পড়ে হেঁটে গেলেন শিক্ষামন্ত্রী

কোটা সংস্কারে শিক্ষার্থীদের অবরোধ তথা বাংলা ব্লকেডে আটকে পড়েছিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে বহনকারী গাড়ি। সোমবার (৮ জুলাই) বিকেলে সচিবালয় থেকে বের হয়ে হাইকোর্ট এলাকায় তার গাড়ি আটকে পড়ায় হেঁটে যান তিনি।

ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি পেজে তার হেঁটে যাওয়ার ছবিটি পোস্ট হওয়ার পর ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে দিয়ে সাদা পাঞ্জাবি-পাজামায় পায়ে কেডস পরে হেঁটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী।

বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সচিবালয়ে এসে মিটিং ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে বিকেলে বের হন শিক্ষামন্ত্রী। এরপর হাইকোর্ট এলাকায় অবরোধের যানজটে পড়েন। পরে সেগুনবাগিচা দিয়ে হেঁটে বের হয়ে যান।

এর আগে শিক্ষামন্ত্রী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কোটা বিষয়ে একটি মিটিংয়ে অংশ নেন।

শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় পল্টন, শাহবাগ, বঙ্গবাজার মোড়, গুলিস্তান মোড় অবরোধ করে রাখেন। এছাড়া তারা শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d