দেশজুড়ে

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

লক্ষ্মীপুরে নাজমুন নাহার (৫০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। সোমবার (৮ জুলাই) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নাহারের দুই মেয়ে বিবাহিত। নাহার বাসায় একাই ছিলেন। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে গিয়ে হাত-পা বাঁধা নাহারের মরদেহ দেখতে পেয়ে তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নাজমুনের স্বজনসহ আশপাশের মানুষের সঙ্গে কথা বলেন।

তার স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

ওসি সাইফুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো একসময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে উপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d