কামড় খেয়ে জীবন্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে জীবিত সাপ ধরে নিয়ে শিবগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাজির হয়েছেন এক কৃষক। সাপে কাটা ওই কৃষকের নাম মিলন আলী (৪০)। সোমবার (৮ জুলাই) উপজেলার পাঁকা ইউনিয়নের চরাঞ্চলে এ ঘটনা ঘটে।
তিনি একই ইউপির বোগলাউড়ি কানছিড়া গ্রামের তফজুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁকার ইউপি চেয়ারম্যান মো আব্দুল মালেক।
কৃষক মিলন আলী জানান, বগলাউড়ি গ্রামের পাশে পদ্মার চরে ক্ষেতে কাজ করছিলেন তিনি। এ সময় একটি সাপ তাকে দংশন করে।চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাপটিকে দেখতে পায়। পরে নিশ্চিত হওয়া যায় এটি রাসেলস ভাইপার সাপ। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে সথে নিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
মিলন আরও জানান, গ্রামের কোনো ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি। সাপটির জাত নিশ্চিত হওয়ায় সাপ নিয়ে হাসপাতালে এসেছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সেলিম রেজা বলেন, মিলন আলির অবস্থা ভালো, দ্রুত হাসপাতালে চলে আসায় চিকিৎসা সেবা দিতে সুবিধা হয়েছে বলেও জানান তিনি।