জাতীয়

কোটাবিরোধী আন্দোলন, যেসব স্থানে অবরোধ আজ

সরকারি সকল গ্রেডের চাকরিতে কোটা প্রথাকে যৌক্তিক পর্যায়ে সংস্কারের দাবিতে আজ সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।

এখান থেকে মিছিল নিয়ে প্রথমে শাহবাগ অবরোধ করবেন তারা।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট মোড়, মৎস্যভবন ও চানখারপুল অবরোধ করবেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেবেন৷ এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আশপাশের প্রতিষ্ঠান আগারগাঁও মোড় অবরোধ করবেন।

শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড়, রামপুরা ব্রিজ মোড় অবরোধ করার কথা রয়েছে।

এদিকে ২০১৮ সালের পরিপত্র বহাল চেয়ে ২ শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি করবে।

তবে পরিপত্র বহাল হলেও শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম বলেন, আমাদের দাবি সরকারের কাছে। আদালতের কাছে নয়। আমরা সকল গ্রেডে কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার চাই। আমরা মনে করি তা ৫ শতাংশ থাকতে পারে। সরকার সকল স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিশন গঠন করে কোটা সংস্কারের আশ্বাস দিলে আমরা রাজপথ ছাড়ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d