জাতীয়

সাইবার যোদ্ধা তৈরির তথ্যটি অপপ্রচার: পলক

 সাইবার যোদ্ধা তৈরি করার তথ্যটি মিথ্যা ও অপপ্রচার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৭ জুলাই) পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় কয়েক লাখ সাইবার যোদ্ধা তৈরি করা হয়েছে- এমন একটি মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা হচ্ছে।

জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করা উচিত।

তিনি আরও বলেন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে। সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d