খেলা

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

ছুটি শেষ করে ফের  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরেছেন। গেল মাসের ২৫শে জুলাই ঢাকা ফেরার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেরিতে এলেন এই লঙ্কান কোচ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার কিছু পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে রাজধানীতে এসে পা রাখেন হাথুরুসিংহে। এদিন তিনি একাই নন, ট্রেনার নিক লিও ঢাকায় এসে পৌঁছেছেন।

এদিকে বাংলাদেশের কোচিং স্টাফের দুই অন্যতম সদস্য স্পিন কোচ মোশতাক আহমেদ ও প্রধান সহকারী কোচ নিক পোথাসও আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসে যাবেন। কেউ কেউ বাংলাদেশের স্পিনারদের নিয়ে মোশতাকের কাজ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে যতদূর জানা গেছে, আজ শুক্রবার রাতেই বাংলাদেশে পা রাখবেন মোশতাক। নিক পোথাস এসে পৌঁছাবেন শনিবার (৩রা আগস্ট)।

শনিবার শের-ই-বাংলায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। জানা গেছে, বর্তমানে কানাডার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম আগস্টের ১০-১২ তারিখ নাগাদ দেশে ফিরে অল্প কয়েকদিন টেস্ট দলের সঙ্গে অনুশীলন করবেন।

এর মধ্যে পেসার শরিফুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে আগামী ৮ই আগস্ট। তাকে ৮ই আগস্ট পর্যন্ত এনওসি (ছাড়পত্র) দেওয়া আছে। ধারণা করা হচ্ছে, ৯-১০ই আগস্টের মধ্যেই শের-ই-বাংলায় অনুশীলনে দেখা যাবে শরিফুলকে।

অন্যদিকে, সাকিবের এনওসি (ছাড়পত্র) আছে ১২ই আগস্ট অবধি। ১৬ই আগস্ট টেস্ট দল পাকিস্তান যাওয়ার আগে ১৩-১৪ তারিখ নাগাদ হয়তো সাকিবও দেশে ফিরে অনুশীলন করবেন।

টেস্ট দলের ৪ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুসহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগেভাগেই পাকিস্তান চলে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d