চট্টগ্রামে পুলিশ বক্স ও জাদুঘরের নামফলক ভাঙচুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির মধ্যে চট্টগ্রামে পুলিশ বক্স ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইন গেইটে পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘরের নামফলক ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, মিছিল থেকে কিছু উচ্ছৃঙ্খল লোকজন আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা চালিয়ে নামফলক ভেঙে দিয়েছে।
“মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক মুক্তিযুদ্ধের স্থাপনায় হামলা করতে পারে না। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী লোকজন এ জাদুঘরের নামফলক ভাঙচুর করেছে।”
দামপাড়া পুলিশ লাইনসে তৎকালীন ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার ও ব্যারাক সংরক্ষণ করে তৈরি করা হয়েছিল ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধের মেলবন্ধন তৈরি করা এ জাদুঘরে স্থান পেয়েছে ১৯৩০ সালে চট্টগ্রামের যুব বিদ্রোহ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। ২০২২ সালে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যাবার পথে ওয়াসা মোড় ও জিইসি পুলিশ বক্সেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ।