জাতীয়

অবসর ভাতাসহ ৯ দাবি প্রবাসীদের

দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের সমস্যাগুলি সংসদে তাৎক্ষণিকভাবে উত্থাপন এবং সমাধান করতে প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য করা, প্রবাসীদের অবসর ভাতা দেওয়াসহ প্রবাসীদের মানবাধিকার রক্ষা ও তাদের নিরাপত্তা রক্ষার স্বার্থে নয় দাবি জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।

সোমবার(১২ আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘হাসিনা কতৃক গুম, খুন, গণহত্যার প্রতিবাদে আলোচনা সভায় এসব জানানো হয়।

আলোচনা সভাটির আয়োজন করে ‘আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান বলেন, দেশে এখনও বিভিন্ন চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত আছে। আবার যদি দেশে কিছু হয়ে যায় তাহলে আমরা দেশের সকলেই আবু সাঈদ হয়ে যাব।

তিনি দুবাইতে আটকৃত প্রবাসী দের মুক্তির দাবি জানান ও অন্তবর্তীকালীন সরকারের কাছে তাদের নিরাপত্তাও সুরক্ষার দাবি জানান।

আলোচনা সভায় প্রবাসীদের পক্ষে ৯ দফা তুলে ধরেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান। দফা গুলো হল:

১. দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে, তারা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলি উত্থাপন এবং সমাধান করতে পারে।

২. প্রবাসে মৃত্যুবরণ করা প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে।

৩. প্রবাসীদের এয়ারপোর্টে ‘ভিআইপি’ সম্মান দিতে হবে।

৪. সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকেটের দাম কমিয়ে আনতে হবে।

৫. প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি-জমা দখল বন্ধ করতে হবে।

৬. প্রবাসীরা ১২ বৎসর পর অবসরে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে।

৭. সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে।

৮. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।

৯. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের লোন দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d