চট্টগ্রামবাঁশখালী

বাঁশখালীতে ছাত্র-অভিভাবকদের বিক্ষোভে স্কুল সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগ

বাঁশখালীর সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, আর্থিক কেলেঙ্কারি, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন। এই ঘটনার পর স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুদ্দৌল্লাহ চৌধুরী ও প্রধান শিক্ষক নুরুল আবছার পদত্যাগ করেছেন।

রবিবার সকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের বিক্ষোভ ও তোপের মুখে তারা বিদ্যালয়ের প্যাডে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পদত্যাগপত্র জমা দেন।

বিক্ষোভকারীরা ১০ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে নিয়োগ বাণিজ্য, আর্থিক কেলেঙ্কারি, মাত্রাতিরিক্ত হারে এডমিট কার্ডের ফি আদায়, পরীক্ষা ফি, রেজিস্ট্রেশন ফি, ভর্তি, বেতন ও সনদপত্রের জন্য জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা।

এক প্রাক্তন শিক্ষার্থীর অভিযোগ, সভাপতির প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মান ও সুনাম নষ্ট করেছেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d