চট্টগ্রামলোহাগাড়া

চুনতি ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর পদত্যাগ দাবিতে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকার ছাত্র-জনতা।

উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে প্রায় দুই হাজার লোক এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা চুনতি ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশে তারা বিভিন্ন স্লোগান দিয়ে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বক্তারা অভিযোগ করেন যে, চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু নৌকা প্রতীকের সমর্থিত হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। সরকারি বৃক্ষ নিধন, পাহাড় কাটা, মামলা দিয়ে হয়রানি করার মতো অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।

বক্তারা আরও বলেন, এতদিন ক্ষমতাসীন দলের প্রভাবে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তারা চেয়ারম্যানকে প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d