জাতীয়

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিল সেনাবাহিনী

বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনা সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানির কারণে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রামসহ ১২টি জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ডুবে পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d