হাটহাজারীতে উৎসবের আমেজে সড়ক সংস্কার
হাটহাজারীতে মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হওয়ায় স্থানীয়রা উৎসবের আমেজে সড়ক সংস্কার কাজ শুরু করেছেন।
দেওয়াননগর ও মেখল আজিজিয়া মজিদিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সদস্যদের উদ্যোগে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ শুরু হয়।
স্থানীয় সমাজসেবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কাজে সহযোগিতা করছেন। কেউ বালি, কেউ ইট আবার কেউ নগদ টাকা দিয়ে এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
চালক সমিতির নেতা আবদুল মালেক সূমন বলেন, সবকিছু সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরও কিছু কাজ করে সরকারকে সহযোগিতা করা উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান স্থানীয়দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন, সামনে সরকারের পক্ষ থেকেও সড়ক উন্নয়ন কাজ শুরু হবে।