চট্টগ্রামফটিকছড়ি

ফটিকছড়িতে দুই দিনে দুটি অজগর উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই দিনের ব্যবধানে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড কুম্ভারপাড়াস্থ আনওয়ারুল উলুম মাদ্রাসার সংলগ্ন এলাকা থেকে ১৪ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি একটি বাউন্ডারি ওয়ালের জালে আটকে ছিল। মাদ্রাসার শিক্ষার্থীরা সাপটি দেখতে পেয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে খবর দেয়। পরে সংস্থার সদস্যরা এসে সাপটি উদ্ধার করেন।

এর আগে, গতকাল রোববার (১ সেপ্টেম্বর) উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগান এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের অপর একটি অজগর উদ্ধার করেন স্থানীয়রা। কৃষকেরা খালের পাড়ে ঘাস কাটার সময় অজগরটি দেখতে পান।

উদ্ধারকৃত উভয় অজগরকে উপজেলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সম্প্রতি বন্যার পানিতে এসব বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে। তিনি এসব প্রাণীকে তাদের আবাসস্থলে নিরাপদে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d