চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্য নিরসন পরিষদে’র সভা, সুষ্ঠু কর্মপরিবেশের আহ্বান
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেক) দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসন ও সুষ্ঠু কর্মপরিবেশ প্রতিষ্ঠার জোর দাবি উঠেছে ‘বৈষম্য নিরসন পরিষদ’ এর এক সভায়।
রোববার (৮ সেপ্টেম্বর) চমেক ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী ফরহাদ রশিদ। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব আবু মোহাম্মদ মাসুদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোছাইন, আমীর আহমেদ, সুকান্ত বিশ্বাস, মো. রাশেদুল আলম রাসেল, সানজিদা আক্তার, ফয়সাল আলম ও সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা চমেকে দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের চিত্র তুলে ধরে এর অবিলম্বে নিরসন এবং সুষ্ঠু কর্মপরিবেশ প্রতিষ্ঠার জোর দাবি জানান। তারা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়াগুলো অনতিবিলম্বে সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।