চট্টগ্রামরাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় শতবর্ষী স্কুলের গাছ কাটার পাঁয়তারা, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১৬ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন বাগানের গাছ কাটার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় একদল যুবক গতকাল রোববার ভোরে গাছগুলো কেটে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন জানান, জেলা পরিষদের পক্ষ থেকে লিজ পাওয়ার দাবি করে ওই যুবকেরা গাছ কাটতে আসে। অথচ আদালতে বিদ্যালয়ের জমি নিয়ে মামলা চলমান থাকায় কোনো প্রকার পরিবর্তন করা যাবে না বলে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি আরও বলেন, “স্কুলের এই সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন বলেন, “স্কুল কর্তৃপক্ষ এবং গাছ কাটতে আসা যুবক উভয় পক্ষই তাদের দাবির সপক্ষে নথিপত্র দেখিয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। প্রাথমিকভাবে সেনাবাহিনীর মাধ্যমে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি আসার পর দুই পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d