এবার দুর্গাপূজার জন্য বরাদ্দ ৪ কোটি, আগে ছিল ২ : হাটহাজারীতে ধর্ম উপদেষ্টা
উপদেষ্টারা চেয়ার দখল করে ক্ষমতায় বসে থাকতে আসেনি, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রদের এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. আ ফ ম খালিদ বলেন, ‘আমরা উপদেষ্টারা চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি। রাষ্ট্র, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংস্কারপূর্বক মেরামত করে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা সরে যাব। এজন্য সকল রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি মহলকে সহযোগিতা করা দরকার।’
ফেসবুকে ‘এটা-সেটা’ না লেখার পরামর্শ দিয়ে অন্তবর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র ধর্ম নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে; যাতে সত্যের বিন্দুমাত্রও ছিল নাএবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোথাও কোথাও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা ঠিক। তবে ফেসবুকে এটা সেটা না লিখে আপনারা আমাকে চিঠি দিয়ে জানান, পরামর্শ দিবেন। আমার বেশ কয়েকজন সেক্রেটারি আছেন প্রয়োজনে তাদেরকে জানান।’
হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারের সময় হেফাজত ইসলামের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা হয়েছে তার তালিকা দায়িত্বশীলদের মাধ্যমে জানালে এসব মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘এবারের দুর্গাপূজার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যদিও বিগত সরকারের সময় বরাদ্ধ ছিল মাত্র ২ কোটি টাকা। হিন্দু বৌদ্ধ ও মুসলমান আমরা সকলে একসাথে মিলেমিশে দেশ সংস্কার করে সুন্দর সমাজ তথা দেশ বিনির্মাণে কাজ করে যাব।’
হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কাসেমী। এতে মানপত্র পাঠ করেন মাওলানা আনোয়ার শাহ আজহারী। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি জসিম উদ্দিন, আল্লামা দিদার কাসেম, আল্লামা সোয়েব জমিরী, মুফতি কেফাযেততুল্লাহ, নাজিরহাট মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী, হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ।
এদিকে বিকাল ৪টার দিকে ধর্ম উপদেষ্টা হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে প্রথমে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেটের পশ্চিমে অবস্থিত একটি মাদ্রাসা পরিদর্শন করে সেখান থেকে হাটহাজারী মাদ্রাসার সাথে লাগোয়া শ্রী শ্রী সীতাকালি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত মন্দির পরিচালনা কমিটির নেতাদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন, সীতাকালী সেবক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শিমুল মহাজন, উপদেষ্টা রনজিৎ কান্তি নাথ, যুগ্ম সম্পাদক ড. শিপক নাথ, সভাপতি বিজয় কুমার মুন্সি, সাধারণ সম্পাদক উদয সেন, অর্থ সম্পাদক বিজয় চৌধুরী, সাংবাদিক বাবলু দাশ প্রমুখ।