সরানো হচ্ছে বিভাগীয় কমিশনার তোফায়েলকেও!
চট্টগ্রামের জেলা প্রশাসকের পর সরানো হচ্ছে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকেও! জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশে আট বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার আট বিভাগীয় কমিশনার রয়েছেন। ইতোমধ্যে দুই বিভাগীয় কমিশনারকে সরানো হয়েছে। বাকিদেরও শিগগির সরিয়ে দেওয়া হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুই বিভাগীয় কমিশনারকে সরিয়ে নেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় দুজনকে।
উল্লেখ্য, মো. তোফায়েল ইসলাম গত বছরের ১৮ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জননিরাপত্তা বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তোফায়েল দায়িত্ব পালন করেছিলেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও।