অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রি, লাজফার্মাকে জরিমানা
শিশু খাদ্য ও খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ নানা অপরাধে চট্টগ্রামে লাজফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুন) সকালে নগরের জিইসি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম গণমাধ্যমকে বলেন, লাজফার্মা নামের প্রতিষ্ঠানে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজপত্র দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।