জাতীয়

অবরোধেও বঙ্গবন্ধু সেতুতে ১৫ হাজার যান চলাচল

সিরাজগঞ্জ: একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে স্বত্বেও বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ১৫ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী পরিবহনের সংখ্যাই বেশি।যাত্রীবাহী বাস চলেছে স্বাভাবিকের চেয়ে কম।

সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, মুলিবাড়ী, নলকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অবরোধ উপেক্ষা করেই চলছে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহন। কিছু কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাস ও লোকাল বাসও চলাচল করতে দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) রাত ১২টা থেকে রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ১৫ হাজার ৪৩টি যানবাহন চলাচল করেছে। এরমধ্যে পূর্বপ্রান্তে আট হাজার ৩৮টি ও পশ্চিম প্রান্ত দিয়ে সাত হাজার পাঁচটি গাড়ি চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দিনে পরিমাণে কম চলাচল করলেও রাতে সম্পূর্ণ স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করে। প্রতি রাতে আমরা প্রচুর পরিমাণ যানবাহন পার করে দেই। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেশি হলেও যাত্রীবাহী বাসও চলাচল করে।

বঙ্গবন্ধু সেতু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। অবরোধ থাকলেও রাতে প্রচুর পরিমাণে পণ্যবাহী গাড়ি পার হয়। যাত্রীবাহী বাসও চলে, তবে সেটা তুলনামূলক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d