খেলা

অবশেষে বিপিএলে দল পেলেন মুমিনুল

জাতীয় দলের ক্রিকেটাররা যখন বিপিএল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেসময় মুমিনুল হকের ব্যস্ততা আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা মাসকো ক্রিকেট একাডেমিতে নিজের প্রস্তুতি সারছিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অন্যতম সফল এ ব্যাটার।

এরমধ্যেই বিপিএলে ডাক এসেছে এই টপঅর্ডার ব্যাটারের। পাকিস্তানি ব্যাটার বাবর আজম চলে যাওয়ায় তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। মূলত টপ অর্ডারে বাবরের বিকল্প হিসেবে তাকে দলে টেনেছে রাইডার্স। নিজেদের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি বিপিএলে নিলামে অবিক্রীত ছিলেন এই টাইগার ব্যাটার। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। অবশেষে আসরের মাঝপথে এসে দল পেলেন তিনি। বিপিএলের গেল আসরেও মুমিনুলকে নেয়নি কোনো দল।

মুুমিনুল সবশেষ বিপিএল খেলেছিলেন ২০২১-২২ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। টেস্ট ব্যাটারের তকমা গায়ে লাগলেও তার টি-টোয়েন্টি ক্যারিয়ার একেবারে মন্দ নয়। ঘরোয়া টি-২০তে ১০৬ ইনিংস খেলা মুমিনুলের রান ২ হাজার ১৩৪। স্ট্রাইকরেট ১১৩ দশমিক ২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d