অর্ধেক কমানো হলো আমদানি শুল্ক, দাম কমবে চিনির
পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের চিনি আমদানির ক্ষেত্রে শুল্কহার অর্ধেক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতিটি টনে এক হাজার ৫০০ টাকা এবং এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টনে তিন হাজার টাকা আমদানি শুল্ক কমানো হয়েছে।
আগে অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে টন প্রতি টনে শুল্ক দিতে হতো তিন হাজার টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে টন প্রতি টনে শুল্ক ছিল ছয় হাজার টাকা।
বুধবার এনবিআর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চিনির আমদানি শুল্ক ছাড়ের এই সুবিধা পাওয়া যাবে।