কক্সবাজার

অস্ত্র-গোলাবারুদসহ দুই রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক দুইজন রোহিঙ্গা সন্ত্রসী নবী হোসেন ডাকাতে সহযোগী বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বড়ইতলী বক্করের জোড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি ব্যাটালিয়ন-২।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারে উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দার মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০), একই ক্যাম্পের বাসিন্দার আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র ও মাদকের একটি চালান প্রবেশ করবে এমন খবরে বেলা ১১টার ১৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ এর একটি বিশেষ টহল দল বড়ইতলী বক্করের জোড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান করে। মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বক্করের জোড়া এলাকায় আসতেই টহলদল নৌকা দুটিকে ঘেরাও করে দুই জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। এসময় পেছনে থাকা একটি নৌকা দ্রুতগতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, পরে টহলদল নৌকাটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি দুই নালা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৮টি পিস্তলের গুলি, একটি খালি খোশা, ২১টি তাজা গুলি, ৮টি দেশীয় কার্তুজ, দুই কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুটি খালি খোশা, একটি দা হাতল উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। আটক দুই রোহিঙ্গা নাগরিক দেশের ইয়াবার চালান আনার অন্যতম হোতা নবী হোসেন ডাকাতের সহযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d