খেলা

আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদা-ফারজানা

নভেম্বর মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পাওয়া তিনজনের মধ্যে দুজনই বাংলাদেশের। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার এবং ফারজানা হক। তাদের সঙ্গে শর্টলিস্টে থাকা আরেকজন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার টানা দ্বিতীয়বারের মতো মাসসেরা নারী ক্রিকেটারের লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে।

তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট শিকার করেছিলেন নাহিদা। সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১১০ রান করেন। ছিল একটি ৬২ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ৬ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। এই পেসার আছেন নাহিদা-ফারজানাদের সঙ্গে মাসসেরা হওয়ার লড়াইয়ে।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার দুজন- ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি একজন ভারতের, মোহাম্মদ শামি। তিনজনই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d