আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আবারও স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে সুইডেন সরকারের এক প্রতিমন্ত্রী দেখা করেন সরকার প্রধানের সঙ্গে। সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা জানস।
এ সময় বেশ কিছুক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতের পর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক সুইডেন এমন প্রত্যাশা তুলে ধরলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।