দেশজুড়ে

আগুনে অসুস্থ আরও ৩ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর মহাখালী খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তারা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠানের ডিপুটি ম্যানেজার আব্দুস সবুর মাসুদ (৪৫), তার গাড়িচালক রফিকুল ইসলাম (৪০), আর্থ কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার কাজী তাহসিন মাহমুদ রাকিব (২৮)।

এর আগে বৃহস্পতিবার (২৬) রাত ৮টার দিকে সৈয়দ মেহেদী হাসান (২৭) নামে ‘রেস অনলাইন’ নামক একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মেহেদীর বাবা সৈয়দ আক্তার সিরাজী জানান, খাজা ভবনটির ৯, ১০ ও ১১তম তলায় অবস্থিত রেস অনলাইন। তবে আগুন লাগার আগ মুহূর্তে মেহেদী ৯ম তলায় ছিল। আগুন লাগার পর সেখান থেকে সিঁড়ি দিয়ে ১৪তলায় উঠলে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে। তবে আটকে থাকায় ধোঁয়ায় তার শ্বাসকষ্ট হচ্ছিল। সেজন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের কোথাও দগ্ধ হয়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মহাখালীর ঘটনায় রাত ১০টা পর্যন্ত চারজন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবারই শ্বাসনালী বার্ন রয়েছে। এদের মধ্যে মেহেদী হাসান ও তাহসিন মাহমুদকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d