আদালতকে পাশ কাটিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না: আইনমন্ত্রী
কোটা সংস্কারের বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কোটাবিরোধীদের রাজাকার স্লোগান আর ইনডেমনিটি অর্ডিন্যান্স, ১৫ই আগস্টের হত্যাকান্ড ও মুক্তিযুদ্ধের বিরোধিতা—সবই একই সূত্রে গাঁথা।
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আপিল বিভাগের আহ্বানের পরও আন্দোলনের প্রয়োজনীয়তা থাকে কিনা এমন প্রশ্ন রেখে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের কেউ কটাক্ষ করতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে একজন আইনজীবী নিয়োগ না করে রায়ের পরই তারা আন্দোলন শুরু করেন, যা ঠিক হয়নি।