খেলাবিনোদন

আবারও শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ

আবারও শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। মাঠে নামছেন বিনোদন অঙ্গনের তারকারা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে স্থগিত ঘোষণার দুই দিন পর মঙ্গলবার ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়।

রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে অংশ নিয়েছেন বিনোদন জগতের তারকা ও কলাকুশলীরা।

প্রতিটি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

আটটি দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আয়োজকরা সিদ্ধান্তে এসেছেন সেলেব্রিটি ক্রিকেট লীগ ২০২৩ এর খেলা চলতি মাসের ১৫ থেকে ২০ অক্টোবরে মধ্যে বাকি খেলা।

সব দলের ক্যাপ্টেন ও আয়োজক কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই খেলা শুরু হবে।

তদন্তের স্বার্থে কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করছেন না আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d