আবারো হলে দেখা যাবে ‘পরাণ’
২০২২ সালের ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। মুক্তির পর দেশজুড়ে সিনেমাটি সাড়া ফেলে দেয়।
শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানের ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে মজেছিল দর্শক। সেই ‘পরাণ’ দেড় বছর পর আবারো চলবে সিনেপ্লেক্সে!
স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, শুক্রবার (৮ মার্চ) থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার (মিরপুর), বালি আর্কেড (চট্টগ্রাম)-এর শাখাগুলোতে ‘পরাণ’ চলবে। এ চারদিন তিন শাখায় ১০টি শো চলবে! পরের তিনদিন সাতটি শো চলবে।
তিনি জানান, রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসে তবে ‘পরাণ’র শো কন্টিনিউ করবেন তারা।
লাইভ টেকনোলজিসের প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ব্যাপক সাফল্য পেয়েছিল। এতে আরও অভিনয় করেছিলেন রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘পরাণ’ থেকে ২০২২ সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।