আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, টেকনাফে গ্রেপ্তার ৬
কক্সবাজারের টেকনাফে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন রোহিঙ্গা নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা বাজারের ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), একই ইউনিয়নের ৪ নম্বর দৈংগাকাটার মো. সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫), হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ড পূর্ব সিকদার পাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ (৫৫), জামতলী পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০), জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-২৬/এ এর মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০) ও আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ছয় নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।