জাতীয়

আমি বঙ্গবন্ধুর কন্যা, সেটাই আমার পরিচয়: শেখ হাসিনা

কোনও বিশ্বনেতার সঙ্গে নিজের তুলনা না করে ‘বঙ্গবন্ধুর কন্যা’ হিসেবেই নিজেকে পরিচিত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত রুট উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়। আর কিছু না’— কথাগুলো বলার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে মেট্রোরেলের বগি। মেট্রোরেলে করে যাত্রা শুরুর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ হয় সাংবাদিকদের। অনেক বিশ্বনেতাদের মতো বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীকে। কিন্তু তিনি কার সঙ্গে নিজের মিল পান, জানতে চাইলে তিনি বলে ওঠেন, ’আমি বঙ্গবন্ধু কন্যা, সেটাই আমার পরিচয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার আমিত্ব বলে কিছু নেই। কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি এদেশের মানুষের কল্যাণে। মানুষ যখন ভালো থাকে ওটাই আমার সব থেকে বড় আনন্দ। আমার মনে হয় আমার বাবার আত্মাটাও শান্তি পাবে।’ এই যে এতো সাহস এবং শক্তি, এটার উৎস কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘মুজিব কন্যা হিসেবে, সেটাই আমার বড় উৎস। আমি জাতির পিতার কন্যা। বাংলাদেশের জনগণ তারাই আমার উৎসের আধার।’

জাতি নতুন কিছু পেতে চাচ্ছে কিনা প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন লক্ষ্য স্মার্ট জনগণ করে তোলা। শিক্ষা-দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। দেশকে উন্নত করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা তৈরি করেছি। বাংলাদেশ কারও কাছে হাত পাতবে না, সম্মানের সাথে চলবে। কারণ জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলবো।’

শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও টু মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আধুনিক এই নগর গণপরিবহনে চেপে বসেন প্রধানমন্ত্রী। মাত্র ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান তিনি। মতিঝিল স্টেশনে নেমে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভার উদ্দেশে রওনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d