উখিয়ায় অবৈধ কাঠসহ স’মিল উচ্ছেদ
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০ ঘনফুট অবৈধকাঠসহ একটি স’মিল উচ্ছেদ করেছে বনবিভাগ।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সহকারী কমিশনার ভূমি উখিয়া সালেহ আহমদ’র নেতৃত্বে উপজেলার কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনো করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, স’মিল মালিকের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গত ১ সপ্তাহে তিনটি স’মিল ও শতাধিক ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
এ সময় উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ উপস্থিত ছিলেন।