কক্সবাজার

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের গুলিসহ ১ রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা। এসময় সন্ত্রাসীরা পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা চার রাউন্ড ফায়ার করে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (১৯অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ মেইন-ব্লক-সি, সাব-ব্লক- সি/৫-এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন, ক্যাম্প-৪,সাব-ব্লক- সি/৫, ব্লক- সি,এর আনসার উল্লাহর স্ত্রী ইয়াছমিন আরা (২৭)।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের নির্দেশনায়, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামানের দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গা ক্যাম্প এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর হতে রোহিঙ্গা নারী ইয়াছমিন আরা (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এব্যাপারে রোহিঙ্গা নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d