কক্সবাজার

উখিয়ায় পাকা দালান ভেঙ্গে সরকারি বনভূমি উদ্ধার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের জায়গা জবরদখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি ঘর নির্মাণ করছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে বনকর্মীরা রাজাপালং ইউনিয়নের মহরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি দালান আদালতের নির্দেশে গুঁড়িয়ে দিয়েছে। জালাল উদ্দিন ওরফে জানুর বনভূমি দখল করে এই দালান নির্মাণ করছিল। অন্যটি মানুনের নির্মাণ করেছিল।

সরজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেছে বিল্ডিং কিন্তু উপরে রং এর পরিবর্তে দেওয়া হয়েছে মাটি, বাহিরে দেখতে যাতে বুঝা না যায় এটি বিল্ডিং। কিন্তু বনবিভাগের চোখ ফাঁকি দিতে না পেরে আদালতের নির্দেশে রবিবার (২২ অক্টোবর) দুপুরে বনবিভাগের অভিযানে উচ্ছেদ করা হয়ে দুইটি ঘর।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ও দৌছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদ সহ বনকর্মীরা উচ্ছেদ অভিযান চালানো হয়৷

উখিয়ার রাজাপালং ইউনিয়নের মহরিপাড়া এলাকায় মামুনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জালাল উদ্দিন জানুর অবৈধ ঘর।উচ্ছেদ করে বনবিভাগ যায়গা একুয়ার করে লাল পতকা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d