চট্টগ্রামস্বাস্থ্যহাটহাজারী

উত্তর চট্টগ্রামের হাসপাতালে প্রথম ‘নবজাতক ইউনিট’ উদ্বোধন

উত্তর চট্টগ্রামে প্রথম নবজাতক ইউনিট চালু হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ক্লিনিকে। শনিবার সকালে নবজাতক ইউনিটের উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফতেয়াবাদ ক্লিনিকের চেয়ারম্যান ইমরান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, গাউনী বিশেষজ্ঞ ডা. কমরনাছ বানু, ইউনিটের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি ব্যুরো চিফ মুহাম্মদ সেলিমসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

ইউনিটের তত্ত্ববধায়ক ডা. শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘উত্তর চট্টগ্রামে কোনো হাসপাতাল কিংবা ক্লিনিকে শিশুদের জন্য বিশেষায়িত ইউনিট নেই। গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া কম ওজনের শিশুদের কথা চিন্তা করেই নবজাতক ইউনিট চালু করা হয়েছে। উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার শিশুরা এ ইউনিটে চিকিৎসা সেবা পাবে।’

শিশু বিশেষজ্ঞ ডা. শহীদুল্লাহ চৌধুরী প্রায় দেড় যুগ ধরে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের নিয়ে কাজ করছেন। তাঁর তত্ত্বাবধানে পাঁচ হাজারেরও বেশি কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু চিকিৎসা সেবা পেয়েছে। চিকিৎসা নেওয়া শিশুদের সিংহভাগই ছিল হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d