বিনোদন

এবার খোলামেলা শাড়িতে দ্যুতি ছড়ালেন রুনা খান

অভিনেত্রী রুনা খান। সবসময় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে ভালবাসেন। হাজির হন খোলামেলা পোষাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর চমৎকার একটি দিক হলো, তিনি যেকোনো লুকে দর্শকদের নজর কাড়েন।

শুক্রবার (১৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন রূপে ধরা দিয়েছেন তিনি। বেশকিছু ছবি পোস্ট করে এ অভিনেত্রী বেশ খোলামেলা নিজেকের উপস্থাপন করেছেন।

এবার তাকে দেখা গেলো ক্রিম কালারের মসলিন শাড়িতে উষ্ণতা ছড়াতে। কুরুশকাঁটার স্লিভলেস ব্লাউজে নিজেকে অন্যরূপে সাজিয়েছেন এ অভিনেত্রী।

আকর্ষণীয় শাড়িটিতে পুঁতি দিয়ে কারুকাজ করা হয়েছে। হালকা লো-মেকাপ লুকে খোলা চুলে রুনা খান ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে।

অভিনেত্রী কপালে রয়েছে ছোট্ট সাদা টিপ। এদিকে ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে কানে পরেছে দুল। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চোখের চাহনি ও উষ্ণ হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে।

তার নজরকাড়া এই লুক নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d