কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাঠবোঝাই ট্রলির সং’ঘর্ষ
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কাঠবোঝাই একটি ট্রলি গাড়ির। এ সময় ট্রলি গাড়িটি রেললাইন থেকে কয়েশফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ রবিবার দুপুর দেড়টার কয়েকমিনিট আগে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এই ঘটনাটি ঘটে।
এদিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসটি দুর্ঘটনার পর পরই নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়- ফাঁসিয়াখালীর ছাইরাখালী সড়কের ওপর দিয়ে চলমান রেললাইনের দুইপাশে এখনো সিগন্যাল গেইট স্থাপন করা হয়নি। এই কারণে কাঠবোঝাই ট্রলিটি দ্রুত গতিতে রেললাইন পার হচ্ছিল। সেই মুহূর্তে কক্সবাজার ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- সড়কের দুই পাশে সিগন্যাল গেইট স্থাপন না হওয়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কয়েক মিনিট পর নিজ গন্তব্যে রওনা দিয়েছে দুর্ঘটনায় পতিত ট্রেনটি। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।