কক্সবাজারে দুর্গাপূজা উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে উদযাপনে কক্সবাজারে বিশেষ ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুরো জেলার পাশাপাশি বান্দরবান জেলায়ও চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে বিশেষ এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাশকতাকারি বা অপ্রীতিকর ঘটনা সৃষ্টিকারিদের হাত গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে কক্সবাজার শহরজুড়ে চলে র্যাবের রোবাস্ট পেট্রোল। একই সঙ্গে পূজামন্ডপগুলোর আশপাশে জোরদার করা হয় নিরাপত্তা। দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে সনাতন ধর্মালম্বীরা।
শুক্রবার থেকে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। যা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। তাই আগামী ২৪ অক্টোবর আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে এমনটা আশা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ।