খেলা

কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না : সাকিব

সাকিব আল হাসানের দিন কি শেষ? কিংবা, কবে অবসর নিচ্ছেন তিনি? চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বিবর্ণ সাকিবকে দেখার পর এমনই প্রশ্ন উঠেছিল।

এই দুই ম্যাচের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল তার গত এক-দেড় বছরের টি-টোয়েন্টি পারফরম্যান্সও। কিন্তু একদিন পরই ভিন্ন দৃশ্যপট। নায়কের ভূমিকায় সেই সাকিবই। নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে কিছু করতে না পারলেও দুর্বার এক ইনিংস খেলে অভিজ্ঞ এই অলরাউন্ডার হয়েছেন ম্যাচসেরা।

চাপে পড়া দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান সাকিব, ব্যাটিং করেন ইনিংসের শেষ পর্যন্ত। মাঝে ৩৮ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। যা তার ক্যারিয়ারের ১৩তম ও বিশ্বকাপের চতুর্থ। টি-টোয়েন্টিতে এক বছর আট মাস পরে সাকিবের করা এই হাফ সেঞ্চুরিতেই ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ মেলে বাংলাদেশের।

৪৬ বলে ৯টি চারে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের জয়ে তার ইনিংসটা অন্যতম সহায়ক, এ কারণেই মেল সেরা খেলোয়াড়ের পুরস্কার। পুরস্কার বিতরণীতে ম্যাচ জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন সাকিব।

এরপর সংবাদ সম্মেলনেও এসে চিরচেনা মেজাজে ছিলেন এই অলরাউন্ডার। প্রশ্নের উত্তর দিয়েছেন কোনো রাখডাক না করেই। সোজাসাপটা জানিয়েছেন, কারও কথার উত্তর দিতে খেলেন না তিনি, ‘আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয়, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা, রান করা। বোলারদের কাজ উইকেট নেওয়া। ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া।’

এমনকি তার নিজের পারফরম্যান্স নিয়েও যেন কথা বলতে চান না সাকিব, ‘টি-টোয়েন্টিতে কেউ ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অতটা ভাবে না, দলে কতটা অবদান রাখা গেল, এটাই আসল কথা। টি-টোয়েন্টি ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের কারও ১৬/১৭ ওভার ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ, আজ আমি তা করতে পেরেছি বলে খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d