কৈয়গ্রাম সেতুর উদ্বোধন চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ১০ কিলোমিটার
চট্টগ্রামের পটিয়ার উজিরপুর সড়কে শিকলবাহা খালের ওপর কৈয়গ্রাম সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার এ সেতুর উদ্বোধন করেন।এতে বিকল্প পথে চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব কমবে প্রায় ১০ কিলোমিটার।
সেতু খুলে দেওয়ায় উচ্ছ্বসিত পটিয়া ও কর্ণফুলী উপজেলাবাসী। এটি নির্মাণের ফলে চট্টগ্রামের সঙ্গে পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার যোগাযোগ সহজ হয়েছে, দূরত্বও কমেছে। বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হওয়ায় ক্ষুদ্র শিল্প-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ৩৯০ মিটার দীর্ঘ কৈয়গ্রাম সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ কোটি ৭০ লাখ টাকা। সেতুটির উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেতুটি দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে। ব্যবসা-বাণিজ্যের উন্নতিতেও ভূমিকা রাখবে। সামশুল হক চৌধুরী আরও বলেন, পটিয়ার আমজুরহাট হয়ে বঙ্গবন্ধু সড়ক কৈয়গ্রাম সেতুর সঙ্গে সংযুক্ত হয়েছে। এটি কর্ণফুলীর ফকিরনির হাটের ব্রিজ ঘাট হয়ে টানেলের মাধ্যমে বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে।