কোহলি জন্মদিন রাঙালেন সেঞ্চুরি দিয়ে, ছুঁলেন শচীনকেও
ভিরাট কোহলি এক জীবন্ত কিংবদন্তীর নাম। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। আজ তার ৩৫তম জন্মদিন। আর জন্মদিনটা রাঙালেন এক নজরকাড়া সেঞ্চুরিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ৩৭তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি ১১৯ বলে ১০০ রান পূরণ করেন। সব মিলিয়ে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করলেন ভিরাট।
এই সেঞ্চুরির মাধ্যমে ভিরাট কোহলি আরেক ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন। এখন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন ও ভিরাট। সেঞ্চুরিতে শচীনকে ছুঁয়ে ফেললেও এখনও ফিফটিতে তাকে ছুঁতে পারেননি কোহলি। টেন্ডুলকারের মোট ফিফটি ৯৬টি। আর কোহলির ৭০টি।
আর এই জন্মদিনে সেঞ্চুরিটা করলেন দক্ষিন আফ্রিকার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে। এই কারণে হাইভোল্টেজ ম্যাচ বলতে হচ্ছে কারণ এবারের বিশ্বকাপে আফ্রিকানরা দারুণ দাপটের সাথে খেলছে। তাদের খেলার ধরন বলে দেয় এই বিশ্বকাপের অন্যতম দাবিদ্বার তারাও।
আজকের সেঞ্চুরির মাধ্যমে এই বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ভিরাট কোহলি আরও এগিয়ে গেলেন।