কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে টানা পঞ্চম জয় ভারতের
চলমান ওয়ানডে বিশ্বকাপে জয়রথ অব্যাহত রয়েছে ভারতের। কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ছন্দে থাকা নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে রোহিত শর্মার দল। এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতলো স্বাগতিক ভারত। অন্যদিকে, টানা চার জয়ের পর হারের স্বাদ পেয়েছে কিউইরা। রোববার (২২ অক্টোবর) ১২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে জাদেজা-শামিরা।
নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। ওপেনিং জুটিতে ৭১ রান পায় স্বাগতিকরা। ব্যাট হাতে সমান ৪টি চার ও ছয়ে ৪৬ রান করেন ভারত অধিনায়ক। আরেক ওপেনার গিল ২৬ রানে ফেরার আগে দ্রুততম ২ হাজার রান সংগ্রহের কৃতিত্ব গড়েন। তৃতীয় জুটিতে আইয়ারকে সঙ্গী করে ৫২ রান যোগ করেন কোহলি। ৩৩ রানে ট্রেন্ট বোল্টের শিকারে পরিণত হন আইয়ার।
রাহুলকে সঙ্গে নিয়ে আরও একটি পঞ্চাশার্ধো জুটি উপহার দেন কোহলি। ১৮২ রানের সময় ব্যক্তিগত ২৭ রান করে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন লোকেশ রাহুল। ষষ্ঠ জুটিতে জাদেজাকে নিয়ে প্রায় জয় নিশ্চিত করার ৫ রান বাকি থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন কোহলি। ৭০তম ফিফটিতে ৯৫ রানে ফেরেন কোহলি।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৯ রানে ব্যক্তিগত শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। দলীয় ১৮ রানে নিজেদের আরেক ওপেনার উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। তবে, এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা।
তৃতীয় জুটিতে ১৫৭ রানের বিশাল জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৭৫ রানে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র। বাঁহাতি অলরাউন্ডারের বিদায়ের পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।
ভারতীয় পেসার শামির পেস তাণ্ডবে কিউই ব্যাটারা ব্যর্থ হন। ফলে বড় সংগ্রহের আশা জাগিয়েও ২৭৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে দারুণ ব্যাট করা মিচেল ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে ১৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন মোহাম্মাদ শামি।