চট্টগ্রাম

ক্যান্সার প্রতিরোধে এসপেরিয়া হেলথের সচেতনতামূলক সভা

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি লাখে ১৫ জন নারী মারা যান। প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৫ মার্চ) বন্দরনগরী চট্টগ্রামের স্বনামধন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে এ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে এসপেরিয়া হেলথ্ কেয়ার লি.।

সেমিনারে স্তন ক্যান্সার বিষয়ে মূল আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আলম। প্যানেল ডিসকাশনে অংশ নেন ক্লিনিকাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুর রব।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ প্রফেসর নাজমুল আলম।

সভায় বক্তারা ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্তন ক্যান্সারের লক্ষণ, পরিসংখ্যান এবং করণীয় তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় ছাত্রীদের ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং সেবা প্রদান করে এসপেরিয়া হেলথ্ কেয়ার লি.।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d