খাস্তগীর স্কুলের প্রধান শিক্ষকের বাথরুমে চুরি
বাথরুমে চুরি! সাধারণত বাসা-বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইলসহ ইলেকট্রনিক্স পণ্য চুরির খবর প্রায়সময় পাওয়া যায়। কিন্তু বাথরুমে চুরি অনেকটা বিরল ঘটনা। এমনি এক ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনে। তবে শেষ রক্ষা হয়নি চোরবেটার। আকাশ (২০) নামের এই চোরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার নার্সারি গলির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গেল ২৯ মার্চ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিত্যক্ত বাসভবনে ঢুকে চুরি কার্যক্রম চালায় আকাশ নামে এ ছিঁচকে চোর। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করে। গোপন সূত্রের ভিত্তিতে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে উদ্ধার করা হয় ৪টি পানির ট্যাপ ও ১টি হাই কমোটে ব্যবহৃত পানির স্প্রে শাওয়ার।
কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়দুল হক বলেন, মো. আকাশ পেশাগতভাবে ছিঁচকে চোর। পরিত্যক্ত বাসভবনে চুরি করে থাকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।