গাজা যুদ্ধে কি হার মেনে নিচ্ছে ইসরায়েল?
গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে চলা এ হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। এমনকি নিজেদের হামলায় নিজেরা নিহতের মতো ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। তিনি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে।
তিনি বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।
এদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দেন তিনি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরাইলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরাইলের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা বুঝি। আবার প্রতিপক্ষের ক্ষয়-ক্ষতি ও নিহতদের সংখ্যাও তো কম নয়।