গাজায় ত্রাণবাহী গাড়ি বহরে ইসরায়েলের হামলা
গাজায় ত্রাণ বহনকারী গাড়ি বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা, ইউএনআরডব্লিউএ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) উপত্যকার উত্তরাঞ্চলে ঘটে এ ঘটনা। সংস্থাটি জানায়, উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ করে ফেরার পথে জাতিসংঘের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইহুদি সেনারা। এতে কেউ হতাহত না হলেও, একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিযোগ, ইসরায়েলের নির্ধারণ করা রুটেই যাতায়াত করছিলো ত্রাণবাহী গাড়িগুলো। এরপরও এমন আগ্রাসনের ঘটনায় তীব্র উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিভিন্ন সংস্থাকে টার্গেট করে হামলা না চালানোর আহ্বানও তাদের। এমন ঘটনা অব্যাহত থাকলে গাজায় বন্ধ হয়ে যাবে বলেও শঙ্কা করছে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংগঠন।